‘সহকারী পরিচালক’ পদে নিয়োগে বার্ড কোন সুপারিশ বা নির্দেশনা পায়নি

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:৫৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) চলমান ‘সহকারী পরিচালক’ পদে কোন প্রার্থীর নিয়োগের জন্য কোন ধরনের সুপারিশ বা নির্দেশনা পায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়োগ নিয়ে ছড়ানো বিভ্রান্তিমূলক তথ্যের কোন সত্যতা নেই। বার্ড-এর নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হবে।

আজ বুধবার বার্ড এর সহকারী পরিচালক (জনসংযোগ) আব্দুল্লা-আল-মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব বক্তব্য তুলে ধরা হয়।

বক্তব্যে বার্ড এর পক্ষ থেকে বলা হয়, বার্ড কুমিল্লার সহকারী পরিচালক পদের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৫ জুলাই শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করা হবে।

এ নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের যুগ্মসচিব, বার্ড মহাপরিচালক। 

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিভাসুতে ‘হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫’ শুরু
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
১০