ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস): বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ফ্যাসিবাদের পতন হলেও লক্ষ্য এখনও অর্জিত হয়নি’।
তিনি বলেন, ‘যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনও বাংলাদেশের জনগণ তাদের মৌলিক দাবি ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই।'
তিনি বলেন, ‘আমরা সেজন্য মনে করি, এই মুহূর্তে প্রধান কাজ শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, গণতান্ত্রিক, প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম করা প্রয়োজন। সেই আকাঙ্ক্ষা শুধু একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পূরণ সম্ভব।'
আজ শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলার নবগঠিত কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবুল, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন নজরুল ইসলাম খান। এই সময় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ওরারেস আলী উপস্থিত ছিলেন।