ঢাবি ছাত্রশিবিরের উদ্যোগে ডাকসুর গঠনতন্ত্র বিতরণ

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২২:১৪

ঢাকা, ২ জুলাই,  ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ গঠনতন্ত্র হল প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়।

হল প্রতিনিধিরা গঠনতন্ত্রের কপি গ্রহণ করে তাদের নিজ নিজ হলে শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করবেন।

অনুষ্ঠান শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মাঝেও গঠনতন্ত্রের কপি বিতরণ করা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ডাকসু দেশের ছাত্ররাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর গঠনতন্ত্র ছাত্রসমাজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। গঠনতন্ত্রের অনূদিত সংস্করণটি ছাত্রদের উপযোগী ভাষায় প্রণয়ন করা হয়েছে, যাতে তারা সহজেই এর মূল বিষয়বস্তু ও কাঠামো বুঝতে পারেন। 

সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, আমরা আশা করি, প্রতিটি হলে প্রতিনিধিরা এই গঠনতন্ত্র পৌঁছে দিবেন সাধারণ শিক্ষার্থীদের হাতে। ছাত্রদের মাঝে আইন, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ্যাস্টন ভিলা থেকে রামসেকে দলে নিল নিউক্যাসল
৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে
ঢাকায় মার্শাল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ‘জাতীয় উদ্‌যাপন’ কমিটি গঠন 
আগামীকাল ক্রিকেটারদের সাথে দেখা করবেন বিসিবি সভাপতি
উডের অধীনে পাওয়ার-হিটিংয়ে উন্নতি করতে আগ্রহী জাকের
টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৫৪ মামলা
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
১০