ঢাকা, ২ জুলাই, ২০২৫(বাসস) : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরী ঢাকার সুপার স্পেশালাইজড বিএমইউ হাসাপাতালে চিকিৎসাধীন।
সুনামগঞ্জের-২ দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী বিভিন্ন শারীরিক সমস্যা জনিত চিকিৎসায় এই হাসপাতালে বলে জানান জাতীয়তাবাদী ছাত্রদল দিরাই উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রুদ্র মিজান।
তিনি জানান, গত ১৬ জুন নাছির উদ্দিন চৌধুরীকে রাজধানীর সুপার স্পেশালিজেড হসপিটাল বিএমইউ-তে ভর্তি করা হয়। নিউরোলজিস্ট প্রফেসর ডা. এম বাহাদুর আলী মিয়ার তত্ত্বাবধানে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি। নাছির চৌধুরীর সুস্থতায় তিনি বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন।