ফ্যাসিবাদ বিরোধী নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির: সুলতান সালাউদ্দিন টুকু

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৪:৫১
ছবি : বাসস

টাঙ্গাইল, ৩ জুলাই, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,  ফ্যাসিবাদ  বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল মেডিকেল কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। আজ এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বিএনপি শুরু থেকেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। যিনি নির্বাচনে বিজয়ী হবেন, তিনিই রাষ্ট্র পরিচালনা করবেন-এটাই জনগণের প্রত্যাশা।’

এ সময় তিনি আরো বলেন,  ‘এ দেশের প্রকৃত মালিক হলো জনগণ। অতীতে যখনই জনগণের বিপক্ষে গিয়ে কেউ দেশ পরিচালনা করতে চেয়েছে, তখনই জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরবর্তীতে সেই সরকারই স্বৈরাচারে পরিণত হয়েছে।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল শাখা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি'র সভাপতি হাসানুজ্জামীর শাহীন, সম্পাদক অ্যাডভোকেট ফরাদ ইকবাল ও ড্যাব টাঙ্গাইল শাখার সভাপতি ডাক্তার আব্দুল মতিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘এটা কোনো জীবন নয়’: গাজা সিটিতে স্কুল-আশ্রয়ে ইসরাইলি হামলা
বিয়ের ১০ দিন পর গাড়ি দুর্ঘটনায় নিহত জোতা
পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ইরান
বান্দরবানে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান
পুতিন-ট্রাম্প টেলিফোনে আলাপ আজ
জলবায়ু মোকাবিলা ও জীব বৈচিত্র্য রক্ষায় সুইডেনের সহায়তায় নেওয়া হচ্ছে বিশেষ প্রকল্প : পরিবেশ উপদেষ্টা
ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত ব্রাসেলস: উরসুলা ফন ডের লায়েন
পিআর পদ্ধতির নির্বাচন বিভেদ-বিভাজন তৈরি করবে : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে : তৌহিদ হোসেন
পরিবেশ উপদেষ্টার সঙ্গে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্টের বৈঠক
১০