সাবেক এমপি শম্ভুর জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৯:১১ আপডেট: : ০৩ জুলাই ২০২৫, ১৯:৩৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : আওয়ামী লীগ সরকার আমলে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আদালত এ ছাড়াও তার নামে থাকা দুইটি এফডিআর ও ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

জব্দ করা সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে বরগুনায় ১০৭৩ শতক জমি, দুইটি টিন শেড বাড়ি, রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট, আফতাব নগরে ৫ কাঠা জমি ও দুটি গাড়ি।

দুদকের আবেদনে বলা হয়েছে, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি একচল্লিশ লাখ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ নিজ নামীয় মোট ১৬টি ব্যাংক হিসাবে একচল্লিশ কোটি তিরানব্বই লাখ টাকা অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করায়  দুদক একটি মামলা দায়ের করেছে। আসামী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তার অর্জিত স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। মামলার তদন্তের স্বার্থে অবিলম্বে তার নিজের সম্পদসমূহ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তার সম্পদসমূহ জব্দ করা না হলে তিনি তা হস্থান্তর, স্থানান্তর, রূপান্তর করতে পারে তাই বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিভাসুতে ‘হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫’ শুরু
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
১০