৯৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা গ্রুপের কর্ণধারসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২০:৩১

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : প্রায় ৯৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মহসিনসহ চারজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

অভিযোগে বলা হয়, বিভিন্ন কোম্পানির নামে বেনামে অ্যাকাউন্ট খুলে অনিয়ম, জালিয়াতি ও কাগুজে বিল তৈরি করে এবং পরস্পর যোগসাজশে বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য সার্কুলার ও ঋণ মঞ্জুরি পত্রের শর্ত ভঙ্গ করে এ অর্থ আত্মসাৎ করা হয়।

অভিযোগে জানা যায়, পূবালী ব্যাংকের চট্টগ্রামের সিডিএ কর্পোরেট শাখার কম্পোজিট ঋণসীমার আওতায় ২৮৪ কোটি ৫০ লাখ টাকার মধ্যে ইনল্যান্ড লেটার অব ক্রেডিট লিমিটভুক্ত ২৫টি লোকাল এলসি ইস্যুর মাধ্যমে ৯৪ কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও ব্যাংকের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত ছিলেন।

মামলায় অভিযুক্তরা হলেন এম এ রহমান ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মোহসিন,  মেরিডিয়ান ফাইন্যান্স লিমিটেডের পরিচালক ও এম এ রহমান ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান শামীমা নারগিস চৌধুরী, পূবালী ব্যাংকের চট্টগ্রাম সিডিএ কর্পোরেট শাখার সাবেক মহাব্যবস্থাপক ও শাখা প্রধান এবং বর্তমানে ঢাকা বৈদেশিক বাণিজ্য শাখার মহাব্যবস্থাপক ফারুক আহমেদ, পূবালী ব্যাংকের  চট্টগ্রাম সিডিএ কর্পোরেট শাখার সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ফরেন ট্রেড ইনচার্জ এবং বর্তমানে চট্টগ্রাম সেন্ট্রালাইজড ট্রেড প্রসেসিং সেন্টারের সহকারী মহাব্যবস্থাপক জাকিয়া মমতাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ্যাস্টন ভিলা থেকে রামসেকে দলে নিল নিউক্যাসল
৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে
ঢাকায় মার্শাল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ‘জাতীয় উদ্‌যাপন’ কমিটি গঠন 
আগামীকাল ক্রিকেটারদের সাথে দেখা করবেন বিসিবি সভাপতি
উডের অধীনে পাওয়ার-হিটিংয়ে উন্নতি করতে আগ্রহী জাকের
টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৫৪ মামলা
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
১০