জুলাই গণঅভ্যুত্থান: শহীদদের স্মরণে খুলনা সিটি কর্পোরেশনে মাসব্যাপী কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৫:০৮
বৃহস্পতিবার বিকেলে খুলনা সিটির শহীদ আলতাফ মিলনায়তনে এক প্রস্তুতিসভার আয়োজন করা হয়। ছবি: বাসস

খুলনা, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সিটি করপোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে এক প্রস্তুতিসভার আয়োজন করা হয়। সেখানে সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক মো. ফিরোজ সরকার।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, এই আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে খুলনাকে একটি আধুনিক ও সমৃদ্ধ নগরীতে রূপান্তর করতে হবে।

সভায় আলোচনার পর স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

এর মধ্যে রয়েছে ডেঙ্গু প্রতিরোধ, জলাবদ্ধতা দূরীকরণ ও পরিচ্ছন্নতা বিষয়ে মাসব্যাপী সচেতনতামূলক প্রচারাভিযান এবং জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে সুবিধাজনক সময়ে র‌্যালি ও আলোচনা সভা।

এছাড়াও জুলাই’৩৬ গণঅভ্যুত্থানভিত্তিক রচনা, কুইজ, চিত্রাঙ্কন, নতুন ধারণা উদ্ভাবন বিষয়ক প্রতিযোগিতা ও আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজনও করা হবে। যেখানে অংশগ্রহণ করবে তরুণরা।

এছাড়া শিশুদের জন্য পার্কগুলো বিনামূল্যে উন্মুক্ত রাখা, শহীদ মো. সাকিব রায়হানের কবর (বাসুপাড়া কবরস্থান) জিয়ারত এবং তার নামে ২৬ নম্বর ওয়ার্ড অফিস ও কমিউনিটি সেন্টারের নামকরণ; আগামী ১৬ জুলাই শহীদ দিবস পালন এবং শিববাড়ি চত্বরে একটি স্মারক ফলক স্থাপন করা হবে।

আগামী ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত নগর ভবন, খালিশপুর শাখা অফিস ও জিয়া হল প্রাঙ্গণে জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স এবং অন্যান্য নাগরিক সেবার জন্য সপ্তাহব্যাপী সেবা ক্যাম্প পরিচালনা করা হবে।

এছাড়া প্রতিটি ওয়ার্ড অফিসে বিষয়ভিত্তিক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন, প্রধান সড়কে রঙিন পতাকা টানানো এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হবে।

শহীদ হাদিস পার্ক, শিববাড়ি মোড় ও দৌলতপুর শহীদ মিনার চত্বরে সপ্তাহব্যাপী জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক ভিডিও ও আলোকচিত্র প্রদর্শনী হবে। 

সভায় কেসিসির সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, বাজেট ও হিসাব কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শামসুল ইসলাম ও স্থপতি রেজবিনা খানমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য চিরতরে বিদায় করতে চাই : নাহিদ ইসলাম
রোমে জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪৫
নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা 
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার, সেই সংস্কার আদায় করে ছাড়ব: শফিকুর রহমান 
সিকৃবিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই ৩৬ গেট’ উদ্বোধন
জুলাই সনদ বাস্তবায়নে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম
টি-টোয়েন্টি দলে ফিরলেন নাইম ও সাইফুদ্দিন
বিএনপি ক্ষমতা নয়, জনগণের রাজনীতি করে : ওবায়দুর রহমান চন্দন
৫ বছরে কার্ডের মাধ্যমে লেনদেন ২২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে
দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না: ড. রেজাউল করিম
১০