তেজগাঁও এলাকায় ডাকাতির ঘটনায় ১৩ জন গ্রেফতার, সৌদি রিয়ালসহ তিনটি মোটরসাইকেল উদ্ধার 

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৮:০৮

ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ডাকাতির ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ও ডিবি। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৪ লাখ সৌদি রিয়াল ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে, গত ১ জুলাই তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কেন্দ্রীয় ঔষধাগারের মেইন গেইটের উত্তর পার্শ্বের যাত্রী ছাউনির সামনে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত মুখোশ পরিহিত অবস্থায় হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি প্রাইভেট কারের গতিরোধ করে। 

পরে অস্ত্রের মুখে মেসার্স এম এম আয়াত ট্যুরস এন্ড ট্রাভেলসের নগদ ৪ লাখ  ৯১ হাজার পাঁচশত সৌদি রিয়াল, ৪০০ ওমানী রিয়াল, ৩০টি কুয়েতী দিনার এবং ১২ হাজার ৩৫০ সংযুক্ত আরব আমিরাত দিরহাম যা বাংলাদেশী টাকায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়। 

এ ঘটনায় ডিবি তেজগাঁও বিভাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত মেসার্স এম এম আয়াত ট্যুরস এন্ড ট্রাভেলসের কর্মচারী মো. তুহিন (২৮) কে সন্দেহভাজন হিসেবে আটক করে। 

তুহিনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে সহ কয়েকজন বেশ কিছুদিন আগেই গল্প সাজিয়ে ডাকাতি করার একটি পরিকল্পনা করে। পরিকল্পনা মাফিক ঘটনার দিন তুহিন রাইড শেয়ার উবার প্রাইভেট কারের মাধ্যমে বিদেশী মুদ্রা ভর্তি লাগেজ নিয়ে উত্তরা যাবার পথে তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে অন্যান্য সহযোগীদের শেয়ার করে রাখে।

পূর্বপরিকল্পনা মাফিক অন্যান্য আসামীরা হোয়াটসঅ্যাপ লোকেশনের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কেন্দ্রীয় ঔষধাগারের মেইন গেইটের উত্তর পার্শ্বের যাত্রী ছাউনির সামনে এসে প্রাইভেট কারের পথরোধ করে পরস্পর যোগসাজসে বিদেশী মুদ্রা ভর্তি লাগেজ নিয়ে যায়। 

পরবর্তীতে আসামীরা লুণ্ঠিত বিদেশী মুদ্রা সমূহ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে আত্নগোপনে চলে যায়। তুহিনের দেয়া বক্তব্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তার তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এবং ডিবি, ডিএমপির বেশ কয়েকটি চৌকষ আভিযানিক দল গতকাল ও আজ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তালহা নূর (৩৫), শারমিন (২৫), মো. শাহিন শিকদার (৩৭), ইয়াসিন আরাফাত (৩৬), মো. রফিকুল ইসলাম (৩৬), মো. শুভ হাওলাদার (২৫) সহ মোট ১৩ জনকে গ্রেফতার এবং তাদের নিকট হতে লুন্ঠিত অর্থ উদ্ধার পূর্বক জব্দ করেছে। এ সময় তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডাকাতির ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ আমাকে জনতার মঞ্চে নিয়ে এসেছেন: এটিএম আজহারুল ইসলাম
গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের আলোচনার ইঙ্গিত
অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য চিরতরে বিদায় করতে চাই : নাহিদ ইসলাম
রোমে জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪৫
নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা 
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার, সেই সংস্কার আদায় করে ছাড়ব: শফিকুর রহমান 
সিকৃবিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই ৩৬ গেট’ উদ্বোধন
জুলাই সনদ বাস্তবায়নে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম
টি-টোয়েন্টি দলে ফিরলেন নাইম ও সাইফুদ্দিন
১০