কুমিল্লা, ৪ জুলাই, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে আজ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর টমছমব্রিজ নিউ হোস্টেল এলাকার সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন, মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, অফিস সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদ এবং মহানগর জামায়াত নেতা মুহাম্মদ নুরে আলম বাবু প্রমুখ।