আইজিপির সাথে নারী ভলিবল দলের সৌজন্য সাক্ষাত

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৭:৪৯ আপডেট: : ০৮ জুলাই ২০২৫, ১৭:৫৬
ছবি: বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজ

ঢাকা, ৮ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দলের খেলোয়াড় ও কর্মকর্তারা আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে মহাপরিদর্শক ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বাহারুল আলম বিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আইজিপি পুলিশ নারী ভলিবল দলের কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি নিয়মিত চর্চা এবং অনুশীলনের মাধ্যমে সাফল্যের এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) মোঃ আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি আবু নাছের মোহাম্মদ খালেদ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) শামীমা পারভীন এ সময় উপস্থিত ছিলেন।

সম্প্রতি জাতীয় ভলিবল প্রতিযোগিতায় নারী বিভাগে বাংলাদেশ পুলিশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনালে বাংলাদেশ পুলিশ ৩-০ সেটে বাংলাদেশ আনসারকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি : ফয়জুল করিম
রংপুরের পীরগঞ্জে অটো রিকশার চাপায় শিশুর মৃত্যু
নতুন শিক্ষাক্রম কাঠামোয় বিএড পাঠদান 
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
অর্ধশতাধিক টিয়াপাখি অবমুক্ত, পাখি শিকারের ফাঁদ পুড়িয়ে ধ্বংস
করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮
পিআর নিয়ে জাতীয় ঐক্যের গোলটেবিল বৈঠক নতুন মাত্রা যোগ করবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
মুল্ডারের বিশ্ব রেকর্ডের টেস্ট জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে সুযোগ হয়নি বাবর-রিজওয়ানদের
পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে রংপুরে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ
১০