দুদক-এর সাবেক কমিশনারসহ ১২ জনের নামে ধানমন্ডির ফ্ল্যাট বাতিল

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৭:৫২

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস): জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ভবনে বরাদ্দকৃত সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ১২টি ফ্ল্যাটের বরাদ্দ আজ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

‘ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরস্থ বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (গৃহায়ন ধানমন্ডি) (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের ধানমন্ডি আবাসিক এলাকার সড়ক নং-১৩ (নতুন-৬/এ) এর বাড়ি নং-৭১১ (নতুন-৬৩) এর ওপর বাড়িটি নির্মাণ করা হচ্ছে।

যাদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হয়েছে, তারা হলেন- সাবেক অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার  মো.  জহুরুল হক (ফ্ল্যাটের আয়তন ৪১০৫.০৫ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান (ফ্ল্যাটের আয়তন ৪৩০৮.৬৮ বর্গফুট), সাবেক সচিব এম এ কাদের সরকার (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সচিব আকতারী মমতাজ (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩  বর্গফুট), সাবেক সচিব মো. সিরাজুল হক খান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট) এবং সাবেক সিনিয়র সচিব এস. এম. গোলাম ফারুক (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩  বর্গফুট)।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক গঠিত কমিটির প্রতিবেদন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৭৪তম বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে এ সকল ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি : ফয়জুল করিম
রংপুরের পীরগঞ্জে অটো রিকশার চাপায় শিশুর মৃত্যু
নতুন শিক্ষাক্রম কাঠামোয় বিএড পাঠদান 
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
অর্ধশতাধিক টিয়াপাখি অবমুক্ত, পাখি শিকারের ফাঁদ পুড়িয়ে ধ্বংস
করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮
পিআর নিয়ে জাতীয় ঐক্যের গোলটেবিল বৈঠক নতুন মাত্রা যোগ করবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
মুল্ডারের বিশ্ব রেকর্ডের টেস্ট জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে সুযোগ হয়নি বাবর-রিজওয়ানদের
পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে রংপুরে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ
১০