ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৫৮.২২ শতাংশ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৫:২৩ আপডেট: : ১০ জুলাই ২০২৫, ১৬:৪২
ছবি : বাসস

ময়মনসিংহ, ১০জুলাই, ২০২৫ (বাসস) : ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের ফলাফলে দেখা গেছে, পাসের হার ৫৮.২২ শতাংশ, যা গত বছরের তুলনায় অনেকটা নিম্নমুখী।

বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ জানান, চলতি বছরে মোট ১,০৫,৫৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছে ৬১,৪৫৬ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৬,৬৭৮ জন পরীক্ষার্থী।

জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, জামালপুরে মোট ২৫,৭৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৫,৩৩৬ জন (পাশের হার ৫৯.৪৬%), নেত্রকোনায় ১৯,৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১,৬৬৯ জন (পাশের হার ৬০.০৮%), ময়মনসিংহে ৪৫,৮৫৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৬,৬৯১ জন (পাশের হার ৫৮.২০%) এবং শেরপুরে ১৪,৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭,৭৬০ জন (পাশের হার ৫৩.৫৪%)। উল্লেখযোগ্য যে, জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩,১২৩ জন ছাত্র এবং ৩,৫৫৫ জন ছাত্রী রয়েছেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, ‘সামগ্রিকভাবে পাশের হার আশানুরূপ না হলেও, শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্রীদের ধারাবাহিক অগ্রগতি আমাদের আশাবাদী করে তুলেছে। আগামী দিনে শিক্ষার গুণগত মান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

এদিকে, অভিভাবক মহল ও শিক্ষা সংশ্লিষ্টদের একাংশ মনে করছেন, করোনা পরবর্তী শিক্ষার ধাক্কা, টেকসই অনুশীলনের অভাব এবং গ্রামাঞ্চলে শিক্ষার পরিকাঠামোগত দুর্বলতা এই ফলাফলের পিছনে অন্যতম কারণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০