এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার ৭৩.৬৯ শতাংশ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৫:৩৮ আপডেট: : ১০ জুলাই ২০২৫, ১৬:৪১
ছবি : বাসস

যশোর, ১০ জুলাই, ২০২৫ (বাসস): ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার ৭৩.৬৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম।

এ সময় বোর্ডের সচিব অধ্যাপক মাহাবুবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন, কলেজ পরিদর্শক অধ্যাপক তৌহিদুর রহমান, বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামানসহ যশোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবার যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলা থেকে এক লাখ ৩৮ হাজার আটশ’ ৫১ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাশ করেছে এক লাখ দুই হাজার ৩১৯ শিক্ষার্থী।

গত বছর যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৭৬১ শিক্ষার্থী।

এবার এ বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবার অন্যান্য বিষয়ের তুলনায় ইংরেজি ও অংকে পাশের হার কিছুটা কম হয়েছে। যার প্রভাবে সামগ্রিক পাশের হারও গতবারের তুলনায় কিছুটা কমেছে।

তিনি বলেন, এবার ইংরেজিতে ৮৩.৭৭ এবং অংকে ৮৫.০২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। তবে বাংলায় ৯৭.৯২, ভূগোলে ৯৪.৬৯, ইসলাম ধর্মে ৯৭.৯৫ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
ভারতীয় গানের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশবিরোধী অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও শোক প্রকাশ
বিএনপির রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল ইসলাম
জীবন বাঁচাতে আগে ত্রাণ, পরে টেকসই বাঁধও হবে : ফেনীতে ত্রাণ উপদেষ্টা
ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ 
জামায়াতের লক্ষ্য নিরাপদ, বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া : শফিকুল ইসলাম মাসুদ
মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও দায় বিএনপির ওপর চাপানো নোংরা অপরাজনীতি : সালাহউদ্দিন আহমেদ
চাঁদাবাজদের হাত থেকে দেশের ব্যবসায়ীদের রক্ষা করবো : নাহিদ ইসলাম
১০