চট্টগ্রাম বোর্ডে এসএসসি পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৬:২১
ছবি : বাসস

চট্টগ্রাম, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবার ছিলো ৮২ দশমিক ৮০ শতাংশ। 

এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। গত বছর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ৮২৩ জন। অর্থাৎ, চট্টগ্রামে বোর্ডে এবার কমেছে পাসের হার। তবে এই বোর্ডে গতবারের তুলনায় বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১ হাজার ১৮১ জন। ফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ০৭ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে এবার জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। যা মোট উত্তীর্ণদের মধ্যে ১১ দশমিক ৭ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকেই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ এসেছে, যা মোট জিপিএ’র ৮৮ দশমিক ৩ শতাংশ। বিজ্ঞান বিভাগের ১০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী ছাড়া জিপিএ-৫ পাওয়া বাকি ১ হাজার ২৪৭ জন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা এবং ১৩৮ জন মানবিক বিভাগে।

চট্টগ্রাম জেলায় মোট ১২৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৯টি কেন্দ্র মহানগরীতে এবং ৮৯টি উপজেলায়। এরমধ্যে চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৯ হাজার ৯৫ জন। যাদের মধ্যে ৪৩ হাজার ৫৯৫ জন ছাত্র ও ৫৫ হাজার ৫০০ জন ছাত্রী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০