চট্টগ্রাম বোর্ডে এসএসসি পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৬:২১
ছবি : বাসস

চট্টগ্রাম, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবার ছিলো ৮২ দশমিক ৮০ শতাংশ। 

এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। গত বছর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ৮২৩ জন। অর্থাৎ, চট্টগ্রামে বোর্ডে এবার কমেছে পাসের হার। তবে এই বোর্ডে গতবারের তুলনায় বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১ হাজার ১৮১ জন। ফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ০৭ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে এবার জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। যা মোট উত্তীর্ণদের মধ্যে ১১ দশমিক ৭ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকেই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ এসেছে, যা মোট জিপিএ’র ৮৮ দশমিক ৩ শতাংশ। বিজ্ঞান বিভাগের ১০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী ছাড়া জিপিএ-৫ পাওয়া বাকি ১ হাজার ২৪৭ জন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা এবং ১৩৮ জন মানবিক বিভাগে।

চট্টগ্রাম জেলায় মোট ১২৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৯টি কেন্দ্র মহানগরীতে এবং ৮৯টি উপজেলায়। এরমধ্যে চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৯ হাজার ৯৫ জন। যাদের মধ্যে ৪৩ হাজার ৫৯৫ জন ছাত্র ও ৫৫ হাজার ৫০০ জন ছাত্রী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০