জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে ঢাবিতে নানা কর্মসূচি

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২০:০৮
জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি। ছবি: বাসস

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বিশ্ববিদ্যালয় উদ্যাপন কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে বৃহস্পতিবার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে প্রত্যেক অনুষদে সেমিনার, বিভাগ ও ইনস্টিটিউটভিত্তিক আলোচনা সভা, ‘জুলাই অভ্যুত্থান : তারুণ্যের কণ্ঠস্বর’ প্রতিপাদ্যে আন্তঃবিভাগ বিতর্ক উৎসব, রচনা প্রতিযোগিতা এবং অভিজ্ঞতানির্ভর ডকুমেন্টারি নির্মাণ।

১৫ জুলাই আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতন স্মরণে পৃথক কর্মসূচি পালিত হবে। ১৪ জুলাই রাত ১০টা ও ১২টায় রাজু ভাস্কর্যে বার্ষিকী উদ্যাপন করা হবে।

এছাড়া, জুলাই অভ্যুত্থান স্মরণে একটি স্মৃতিস্তম্ভ ও এলইডি ডিসপ্লে স্থাপন, একটি প্রকাশনা ও স্মরণিকা প্রকাশ এবং অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীদের তালিকা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।

বার্ষিকী উপলক্ষ্যে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার মুজাহিদুল কারাগারে
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
টেন্ডুলকার ও সাঙ্গাকারাকে টপকে রেকর্ডের মালিক কোহলি
‘অর্থনৈতিক অবস্থান সূচক’ প্রণয়নের উদ্যোগ ঢাকা চেম্বারের
১০