আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাটক ‘৪০৪ : নাম খুঁজে পাওয়া যায় নি’

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২৩:২০ আপডেট: : ১১ জুলাই ২০২৫, ০০:০২
ছবি : শিল্পকলা একাডেমির সৌজন্যে

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে নাটক ‘৪০৪ : নাম খুঁজে পাওয়া যায় নি’। 

ফোর্থ ওয়াল থিয়েটারের প্রযোজনায় সকলের জন্য উন্মুক্ত নাট্য প্রদর্শনীটি শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।  

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর আয়োজন করেছে।

নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন মো লাহল মিয়া এবং ড্রামাতুর্গ ও পরিকল্পনায় আছেন আব্দুল মুনিম তরফদার।

একাডেমি সূত্র জানায়, ডিস্টোপিয়ান শৈলীতে নির্মিত নাটকটি একটি স্বৈরশাসিত রাষ্ট্রে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় প্রপাগান্ডা, দমন-পীড়ন এবং নাগরিক প্রতিরোধের এক কাব্যিক ভাষ্য। যেখানে স্বাধীনতা হয়ে ওঠে পণ্য, কবিতা হয় রাষ্ট্রদ্রোহ, আর শিশুদের রং হয় বিপ্লবের প্রতীক।

নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক শিক্ষক, এক শিশু এবং এক মায়ের আর্তি- যেখান থেকে জন্ম নেয় নতুন সম্ভাবনার আলো। ‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায় নি’ তাই শুধু একটি নাটক নয়- এটি রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক পুনর্নির্মাণের এক মঞ্চ ভাষ্য।

প্রযোজনাটি সম্পর্কে ড্রামাতুর্গ আব্দুল মুনিম তরফদার বলেন, ‘আমরা এই প্রযোজনায় ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই বার্তার মধ্য দিয়ে সমকালীন বিশৃঙ্খলা ও ক্ষমতার ভারসাম্যহীনতার বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরতে চেয়েছি। ব্রেখটের এলিয়েনেশন ইফেক্ট বা বিচ্ছিন্নকরণ কৌশলের অনুশীলন দর্শকের আবেগ নয়, যুক্তি ও দায়বদ্ধতাকে আহ্বান জানায়।। একইসঙ্গে পিটার হ্যান্ডকের অফেন্ডিং দ্য অডিয়েন্স নাটকের সংলাপের অংশবিশেষের সুনির্দিষ্ট সংযোজন নাটকের কাঠামোয় একটি চ্যালেঞ্জ তৈরি করেছে, যেখানে দর্শক নিজেই প্রশ্নের মুখোমুখি হয়ে পড়ে- সে এই যাত্রার দর্শক, না অংশগ্রহণকারী?’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০