টাঙ্গাইলে বাক্প্রতিবন্ধী তানিশা পেয়েছে জিপিএ ৫ 

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৪:২৪
মায়ের সঙ্গে জাইমা জারনাস তানিশা। ছবি: বাসস

টাঙ্গাইল, ১১ জুলাই, ২০২৫ (বাসস): মুখের ভাষা প্রকাশ করতে না পারলেও অধ্যবসায় ও মনের ভাষা দিয়ে সাফল্য অর্জন করেছে টাঙ্গাইলের এক বাক প্রতিবন্ধী শিক্ষার্থী। সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সালেহা ইউসুফজাই বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিবন্ধী কৃতি শিক্ষার্থী জাইমা জারনাস তানিশা।  

২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে সে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করেছে।

জাইমা জারনাস তানিশা ঘাটাইল সদর ইউনিয়নের কমনা পাড়া গ্রামের জয়নাল আবেদীন ও মাফুজুন নাহার বিউটি দম্পত্তির মেয়ে।

তানিশার বাবা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন। মা কমলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফুজুন নাহার বিউটি। এর আগে তানিশা ঘাটাইল ক্যান্টনমেন্টে প্রতিবন্ধী ও অটিজম স্কুল থেকে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।

শিক্ষার্থীর মা বলেন, মেয়ের এমন ফলাফলে আমি খুশি। আমার মেয়ে যে জিপিএ-৫ পাবে আমি কল্পনাও করতে পারিনি। ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।

তার এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক বাসু দেব পাল বলেন, তানিশা অত্যন্ত মেধাবী।  সে আগামীতে আরো সাফল্য অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হবে। 

ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, তানিশা নম্র ও ভদ্র স্বভাবের। তার অনেক চেষ্টা ছিল। আমাদের প্রত্যাশা ছিল তার প্রতি। আমরা আনন্দিত তার এমন সাফল্যে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিনি উপদলগুলো গাজাকে টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরে সম্মত  
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার মুজাহিদুল কারাগারে
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
টেন্ডুলকার ও সাঙ্গাকারাকে টপকে রেকর্ডের মালিক কোহলি
১০