গোমতি নদীর পানি কমছে, স্বস্তিতে তীরবর্তী মানুষ

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৫:৪২ আপডেট: : ১১ জুলাই ২০২৫, ১৫:৫৬
ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১১ জুলাই, ২০২৫ (বাসস): টানা বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে কয়েকদিন গোমতী নদীর পানি বাড়লেও বর্তমানে তা কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরছে কুমিল্লার গোমতী পাড়ের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষদের মাঝে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ শুক্রবার সকাল ৯টা ৯ মিনিটে গোমতী নদীর পানি লেভেল ছিল ৮ দশমিক ৯৪ মিটার, যা বিপদসীমার ২ দশমিক ৩৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।গত রাত ১২টায় পানির লেভেল ছিল ৯ দশমিক ৩৩ মিটার।  অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে পানি কমছে। এর আগে বৃহস্পতিবার গোমতী নদীর পানি বিপদসীমার প্রায় ছুঁইছুঁই করছিলো।

ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত কমায় উজান থেকে ঢলের প্রবাহও হ্রাস পেয়েছে।

গোমতি তীর সংলগ্ন বিনোদন কেন্দ্র গোমতি টাচ এর চেয়ারম্যান মীর মো. মফিজুল ইসলাম জানান, গেল কয়েকদিন গোমতির পানি আমাদের বিপদসীমা ছুঁইছুঁই করছিলো। ফলে আমাদের প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র সরিয়ে ফেলি, পাশাপাশি স্থানীয়রাও তাদের বাড়িঘর থেকে মালামাল সরিয়ে ফেলে। আতঙ্কে নির্ঘুম রাত পার করেছে তারা। এখন পানি কমতে শুরু করায় কিছুটা স্বস্তিবোধ করছি।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন, বিপদসীমার অনেক নিচে গোমতীর পানি রয়েছে। বৃষ্টি না হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। তবে আমরা সতর্ক অবস্থানে আছি।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন আগাম প্রস্তুতি রেখেছে। জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার জানান, ৫৮৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত, পর্যাপ্ত শুকনো খাবার, জিআর চাল ও নগদ অর্থ মজুত রয়েছে। এখন গোমতির পানি কমতে শুরু করায় আমাদের উদ্বেগ কমছে।

এদিকে, পানি কমতে শুরু করায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে টানা বৃষ্টির কারণে নগরীর কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিনি উপদলগুলো গাজাকে টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরে সম্মত  
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার মুজাহিদুল কারাগারে
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
টেন্ডুলকার ও সাঙ্গাকারাকে টপকে রেকর্ডের মালিক কোহলি
১০