দিনাজপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ ৭ জন জেলহাজতে

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৮:৩৭
ছবি: বাসস

দিনাজপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : দিনাজপুর বিরল পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিকী সাগরসহ ৭ জনকে নাশকতার মামলায় আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজ রোববার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মি. জয় কিশোর নাথ এর আদালতে জেলার বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিকী সাগরসহ ৭ আওয়ামী লীগ নেতা-কর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানা, বিরল থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামীরা আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন। 

আসামীরা হলেন বিরল উপজেলা আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন (৫৭), মারুফ হোসেন (৩৫), মহসীন আলী (৪৫), মোজাফফর হোসেন (৪৮), সাজ্জাদ হোসেন (৪২) ও শফিকুল ইসলাম (৩৮)।

বিচারকের আদেশে আজ রোববার বিকেলে আসামিদের করা পাহারায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিরল থানার ওসি পরিদর্শক মো. আব্দুস সবুর জানান, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিকী সাগরসহ তার সহযোগী আসামিদের বিরুদ্ধে গত বছর ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে থানায় মামলা রয়েছে। মামলায় আসামীরা গত জুন মাসে হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জন্য ডাইরেক্টশন আদেশ পেয়েছিলেন। তারা আজ রোববার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০