দিনাজপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ ৭ জন জেলহাজতে

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৮:৩৭
ছবি: বাসস

দিনাজপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : দিনাজপুর বিরল পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিকী সাগরসহ ৭ জনকে নাশকতার মামলায় আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজ রোববার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মি. জয় কিশোর নাথ এর আদালতে জেলার বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিকী সাগরসহ ৭ আওয়ামী লীগ নেতা-কর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানা, বিরল থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামীরা আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন। 

আসামীরা হলেন বিরল উপজেলা আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন (৫৭), মারুফ হোসেন (৩৫), মহসীন আলী (৪৫), মোজাফফর হোসেন (৪৮), সাজ্জাদ হোসেন (৪২) ও শফিকুল ইসলাম (৩৮)।

বিচারকের আদেশে আজ রোববার বিকেলে আসামিদের করা পাহারায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিরল থানার ওসি পরিদর্শক মো. আব্দুস সবুর জানান, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিকী সাগরসহ তার সহযোগী আসামিদের বিরুদ্ধে গত বছর ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে থানায় মামলা রয়েছে। মামলায় আসামীরা গত জুন মাসে হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জন্য ডাইরেক্টশন আদেশ পেয়েছিলেন। তারা আজ রোববার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০