দিনাজপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ ৭ জন জেলহাজতে

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৮:৩৭
ছবি: বাসস

দিনাজপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : দিনাজপুর বিরল পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিকী সাগরসহ ৭ জনকে নাশকতার মামলায় আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজ রোববার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মি. জয় কিশোর নাথ এর আদালতে জেলার বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিকী সাগরসহ ৭ আওয়ামী লীগ নেতা-কর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানা, বিরল থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামীরা আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন। 

আসামীরা হলেন বিরল উপজেলা আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন (৫৭), মারুফ হোসেন (৩৫), মহসীন আলী (৪৫), মোজাফফর হোসেন (৪৮), সাজ্জাদ হোসেন (৪২) ও শফিকুল ইসলাম (৩৮)।

বিচারকের আদেশে আজ রোববার বিকেলে আসামিদের করা পাহারায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিরল থানার ওসি পরিদর্শক মো. আব্দুস সবুর জানান, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিকী সাগরসহ তার সহযোগী আসামিদের বিরুদ্ধে গত বছর ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে থানায় মামলা রয়েছে। মামলায় আসামীরা গত জুন মাসে হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জন্য ডাইরেক্টশন আদেশ পেয়েছিলেন। তারা আজ রোববার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রীর নাম প্রস্তাব করলেন জেলেনস্কি
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান
মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের কর্ণধার খায়রুল বাশার গ্রেফতার
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী সৌদি আরব  
জয় ও পুতুলের নথি চেয়ে এনবিআরকে চিঠি দিল দুদক
সবুজ জ্বালানিতে চীনের সঙ্গে ‘ন্যায্য প্রতিযোগিতা’ চায় ইউরোপীয় ইউনিয়ন
এইচপি ও ডেভলপমেন্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন বিসিবি সভাপতি
নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে: মৎস্য উপদেষ্টা
জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার
জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না: শারমীন মুরশিদ
১০