মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ২টি মামলা দায়েরের সুপারিশ দুদকের

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৭:৩৫
মো. মাহবুবুল আলম হানিফ। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুইটি মামলা দায়েরের সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একইসঙ্গে তার তিন সন্তানের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ ইস্যুর সিদ্ধান্তও নিয়েছে দুদক।

আজ দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মাহবুবুল আলম হানিফ ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং বিভিন্ন সময় ১৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত মোট ৮৬ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৪৯৭ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য তদন্তে উঠে এসেছে।

এছাড়া মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম যৌথভাবে পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকা জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন। এছাড়া ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে মোট ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধেও আরেকটি মামলা রুজুর সুপারিশ করা হয়।

অন্যদিকে তাদের তিন সন্তান-ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম এবং তানিশা আলমের বিরুদ্ধে তাদের অর্জিত সম্পদের উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সুপারিশ করেছে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০