ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : কোনো ব্যক্তি বা দলকে অপমান না করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। তবে কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।’
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন, প্রতিবাদের ভাষায়। সমালোচনা হোক যুক্তি ও তথ্য নির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘সাম্প্রতিক সময়ে সমাজে অনেক বেদনাদায়ক ঘটনা ঘটেছে এবং সমাজকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনা সকলের দায়িত্ব।’
তিনি বলেন, সরকার, রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে একসাথে এই দায়িত্ব নিতে হবে। তাই, এই সংবেদনশীল সময়ে জাতীয় ঐক্যের জন্য ন্যূনতম স্থান থাকা দরকার।
জামায়াতের আমির সকলের কাছ থেকে সংযত, সতর্ক এবং দায়িত্বশীল আচরণের উপর জোর দেন।
তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তাওফিক দেন। আমিন।’