তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ 

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:০০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি: বাসস

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে গতকাল অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানের বিরুদ্ধে গোপন তৎপরতায় অভ্যস্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তারা মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাশবিকভাবে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান। একই সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ থেকে এ ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার প্রতিরোধের আহ্বান জানান।

কেরানীগঞ্জ মডেল উপজেলা সদর এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে সমাবেশের তথ্য ও ছবি প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহীদ আবু সাঈদকে শ্রদ্ধা জানাতে রংপুর যাচ্ছেন জোনায়েদ সাকি
১৬ জুলাই: আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভের বিস্ফোরণ, গণঅভ্যুত্থানের দিকে ধাবিত হয় আন্দোলন
খাগড়াছড়িতে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়নে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন
আগস্ট থেকে শুরু হবে খাদ্য বান্ধব কর্মসূচি, সুফল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা
ভারী বর্ষণে ঝুঁকিতে মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কের ৩৭ পয়েন্টে ভাঙন 
ইরাকের তেলক্ষেত্রে বিস্ফোরণের কারণে কার্যক্রম স্থগিত করেছে মার্কিন কোম্পানি
শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত
মতভিন্নতা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: অধ্যাপক আলী রীয়াজ
যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে : ইসি
সিরিয়ার সরকারি বাহিনী সংখ্যাগরিষ্ঠ দ্রুজ শহর সুইদাতে প্রবেশ করবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১০