ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে গতকাল অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানের বিরুদ্ধে গোপন তৎপরতায় অভ্যস্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তারা মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাশবিকভাবে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান। একই সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ থেকে এ ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার প্রতিরোধের আহ্বান জানান।
কেরানীগঞ্জ মডেল উপজেলা সদর এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে সমাবেশের তথ্য ও ছবি প্রকাশ করা হয়েছে।