তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ 

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:০০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি: বাসস

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে গতকাল অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানের বিরুদ্ধে গোপন তৎপরতায় অভ্যস্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তারা মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাশবিকভাবে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান। একই সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ থেকে এ ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার প্রতিরোধের আহ্বান জানান।

কেরানীগঞ্জ মডেল উপজেলা সদর এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে সমাবেশের তথ্য ও ছবি প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০