ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, তার প্রথম স্ত্রী মমতাজ বিশ্বাস এবং দ্বিতীয় স্ত্রী বেগম আশানুর বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযোগে উল্লেখ করা হয়, তার ও পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে দুর্নীতি ও অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।
গোপন ও বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আবদুল লতিফ বিশ্বাস ও তার পরিবারবর্গ বিদেশে পালিয়ে যেতে পারেন এবং তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। তারা দেশ ছেড়ে পালিয়ে গেলে চলমান অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন উল্লেখ করে দুদক আদালতে আবেদন করে। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।