সমুদ্রে অবৈধ প্রবেশ ভারতীয় ট্রলারের মাছ জব্দ 

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৩:৩০
সমুদ্র সীমায় প্রবেশকালে সোমবার দিবাগত রাতে আটক ভারতীয় ট্রলারে ইলিশসহ ৭.৮ মেট্রিক টন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। ছবি: বাসস

বাগেরহাট, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : সমুদ্র সীমায় প্রবেশকালে গতকাল সোমবার দিবাগত রাতে আটক ভারতীয় ট্রলারে ইলিশসহ ৭.৮ মেট্রিক টন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। এই মাছ সোমবার রাতেই নিলামে ক্রয়ের জন্য মোংলা ফেরিঘাটে ২২ টি প্রতিষ্ঠান অংশ নেয়। 

মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. জোবায়ের হোসেন, থানা পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণের উপস্থিতিতে জব্দকৃত মাছ সর্বোচ্চ নিলামে ডাক ওঠে ১৭ লাখ ৮২ হাজার ৫ শত টাকা যা আজ সরকারি কোষাগারে জমা করা হয়। 

সামুদ্রিক মৎস্য আইন লঙ্ঘন করে বাংলাদেশী জলসীমায় ভারতীয় নৌযান মাছ ধরায় বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ৩৪ জন ভারতীয় জেলেসহ ২টি ভারতীয় নৌযান আটক করা হয়।

জেলে ও ট্রলার নৌবাহিনী কর্তৃক মোংলা থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর আবুল কালাম আজাদ এ তথ্য আজ বাসসকে নিশ্চিত করেন। তিনি আরও জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা এফ বি ঝড় ও এফ বি চন্ডি -৩৮ নামে ভারতীয় দুটি মাছ ধরা ট্রলার ও ৩৪ জেলেকে সোমবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে নৌবাহিনী আটক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক
শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা কাল শুরু
ই-সফট এরিনা চেস ক্লাব ও অগ্রনী ব্যাংক যুগ্মভাবে শীর্ষে
শিশু হাসপাতালে পরীক্ষা ছাড়া চিকিৎসক নিয়োগের অভিযোগে দুদকের অভিযান
মাঠ বদলের ম্যাচে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়
পুমার সাথে ১ বিলিয়ন পাউন্ডের চুক্তি করলো ম্যান সিটি
এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ সদরদপ্তর পরিদর্শন
দা হান্ড্রেডে দল পেলেন অভিজ্ঞ এন্ডারসন
নিষিদ্ধ সংগঠনের কারও সঙ্গে আঁতাতের গন্ধ পেলে ছাড় দেয়া হবে না: ডিআইজি ঢাকা রেঞ্জ
উচ্চতর গ্রেড বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
১০