ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল ১৬ জুলাই পীরগঞ্জে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
এদিন বিকেল ৪টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শহীদ স্মরণে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলী সদস্য বাচ্চু ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গণসংহতি আন্দোলন, রংপুর জেলা শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে ঐক্যবদ্ধ হোন’ স্লোগানে শহীদ স্মরণে আগামীকাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে উপস্থিত থাকবেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত যোদ্ধা ও অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।