ফেব্রুয়ারির মধ্যভাগেই নির্বাচন হবে: আশাবাদ এজেডএম জাহিদের

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৫:২৮ আপডেট: : ১৫ জুলাই ২০২৫, ১৭:৪৯
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন মঙ্গলবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি : বাসস

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছে, আশা রাখতে চাই ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য পেশাজীবী সম্মেলনের স্থান পরিদর্শন শেষে গণমাধ্যকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি এই সিনিয়র নেতা। 

তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে যে কমিটমেন্ট তারা করেছেন, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন এজেডএম জাহিদ। তিনি বলেন, এটা স্পষ্ট ষড়যন্ত্র। যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে কোনো না কোনো কর্নার, এটির ফায়দা নিতে চাইবে।

মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যার ঘটনায় প্রসঙ্গ টেনে বিএনপি নেতা বলেন, ‘গতকাল (সোমবার) জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে মহাসচিব স্পষ্টভাবে লিখিতভাবে বলেছেন, ঘটনা যাই হোক, অন্যায় অন্যায়ই। কোনো অন্যায়কে ছোট করে বা বড় করে দেখার প্রবণতা কিংবা কোনো একপক্ষীয়ভাবে কোন দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা ও রাজনীতিকরণ ঠিক নয়।

তিনি আরো বলেন, অন্যায় সর্বদা অন্যায়। কোনো সচেতন মানুষ অন্যায়ের পক্ষে রাজনৈতিক দলে থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কতিপয় লোক অনেক কথা বলছেন। আমরা বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের জন্য উন্মুখ। আমরা আর কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না।

তিনি জোর দিয়ে বলেন, বিএনপি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয় না, সমর্থনও করে না। বিএনপি অন্যায়ের বিচার চায়। মব সন্ত্রাস বিএনপি চায় না।

এ সময় বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান, ডক্টরস অ্যাসোসিয়েশনের রফিকুল আলম লাবু, নজরুল ইসলাম, সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, আমিরুল ইসলাম কাগজী, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা কাল শুরু
ই-সফট এরিনা চেস ক্লাব ও অগ্রনী ব্যাংক যুগ্মভাবে শীর্ষে
শিশু হাসপাতালে পরীক্ষা ছাড়া চিকিৎসক নিয়োগের অভিযোগে দুদকের অভিযান
মাঠ বদলের ম্যাচে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়
পুমার সাথে ১ বিলিয়ন পাউন্ডের চুক্তি করলো ম্যান সিটি
এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ সদরদপ্তর পরিদর্শন
দা হান্ড্রেডে দল পেলেন অভিজ্ঞ এন্ডারসন
নিষিদ্ধ সংগঠনের কারও সঙ্গে আঁতাতের গন্ধ পেলে ছাড় দেয়া হবে না: ডিআইজি ঢাকা রেঞ্জ
উচ্চতর গ্রেড বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক
১০