সমাবেশ সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে ডিএমপি’র বৈঠক

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ২০:২৮
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেইজ

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ১৯ জুলাই শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা, ঢাকার বাইরে থেকে আসা গাড়ির ব্যবস্থাপনা ও সার্বিক বিষয়ে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ডিএমপি কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। 

বিকেল ৩টা থেকে চলা এই বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। 

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন ও সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত কমিশনার ক্রাইমস এন্ড অপারেশন নজরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম কমিশনার অপারেশনস মো. শহিদুল্লাহ সঞ্চালনায় ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় অংশ নেন। 

সভা শেষে এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশে সভার আলোচ্য বিষয় তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় ডিএমপি’র অতিরিক্ত কমিশনার ক্রাইমস অ্যান্ড অপারেশন নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০