জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ছাত্রদলের

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৩:০৭
বুধবার শহীদ ওয়াসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: বাসস

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। 

বুধবার শহীদ ওয়াসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

কক্সবাজারের পেকুয়ায় ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎকালে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ওয়াসিম শুধু একজন শহীদ নন, তিনি ছাত্রদলের সকল শহীদের অভিভাবক। তাঁর আত্মত্যাগ আমাদের সংগ্রামের অনুপ্রেরণা।

এ তথ্য বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

২০২৪ সালের ১৬ জুলাই নগরের মুরাদপুর এলাকায় দুপুর ৩টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে শহীদ হন ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। থাকতেন চকবাজার এলাকার একটি মেসে।

বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ওয়াসিম সক্রিয় ছিলেন। প্রতিটি কর্মসূচিতে অংশ নিতেন। আন্দোলন ধীরে ধীরে সহিংস রূপ নিলেও তিনি স্বৈরাচারবিরোধী সংগ্রামে অবিচল ছিলেন এবং সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন।

ওয়াসিমের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকায়। তার বাবা শফিউল আলম কাতার প্রবাসী। পাঁচ ভাইবোনের মধ্যে ওয়াসিম দ্বিতীয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০