মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে পারলে চট্টগ্রামের যানজট কমবে: এনবিআর চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৮:০৫ আপডেট: : ২২ জুলাই ২০২৫, ১৯:১৭
আজ মোংলা কাস্টমস হাউসের সুন্দরবন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। ছবি: বাসস

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে পারলে চট্টগ্রাম বন্দরের যানজট কমবে। চট্টগ্রামের অপারেশন কার্যক্রম বাড়বে, খরচ কমবে এবং জনগণ বেনিফিট পাবে।

তিনি বলেন, ‘আমরা মোংলা কাস্টমস হাউসের অপারেশনাল ক্যাপাসিটি আরো বেশি ব্যবহার করতে চাই। ব্যবসায়ীরা যাতে এই সুযোগটা নেয়। আমাদের চট্টগ্রাম পোর্টের যে ধরনের ব্যবহার, ব্যস্ততা, সেই হিসেবে আমাদের মোংলা পোর্টের ব্যবহার খুবই কম।’

আজ মোংলা কাস্টমস হাউসের সুন্দরবন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি কাস্টমস কর্মকর্তা ও সিএন্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের আগে তিনি মোংলা বন্দর জেটি পরিদর্শন করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা গত তিন মাস বাজেট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন আমরা বুঝতে চাই আমাদের ফিল্ড লেভেলে কি কি সমস্যা আছে। যেমন মোংলা পোর্টকে ভালো করে বুঝা, মোংলা পোর্টের ফ্যাসিলিটি বুঝা। কতটুকু কাজ আমরা এখানে করছি, আরো কি পরিমাণ লোড আমরা নিতে পারবো। এখানে কি ধরনের সমস্যা রয়েছে, সেগুলো শোনা।

তিনি বলেন, ‘পোর্টের ব্যবহার আরো কীভাবে বাড়ানো যায়। পোর্ট ব্যবহারকারী যারা আছেন তাদের কি ধরনের সমস্যা হচ্ছে। আমাদের অফিসার যারা এখানে কাজ করেন তাদের কি ধরনের সমস্যা হচ্ছে। তাদেরকে আমরা আরো কীভাবে সহায়তা করতে পারি। এসব কিছু আমরা যাতে বুঝে শুনে ব্যবস্থা নিতে পারি, আজকের সফরের এটাই হলো আমার মূল উদ্দেশ্য।’

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মো. মোয়াজ্জেম হোসেন, মোংলা কাস্টমস হাউসের কমিশনার মু. সফিউজ্জামান, একান্ত সচিব আতাউল গনি ওসমানী, জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ, মোংলা বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মো. মোশারফ হোসেনসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ছাগল বিতরণ
লালমনিরহাটে কমছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা
প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্যে ফিডিং কার্যক্রম নভেম্বরে শুরু হচ্ছে: মহাপরিচালক
খুলনার বাজারে রুপালী ইলিশের সরবরাহ কম, দাম বেশি
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২,৭৬১টি; ভোটকক্ষ ২,৪৪,৬৪৯টি
দুর্নীতি প্রতিরোধে চুয়াডাঙ্গাবাসীকে ভূমিকা রাখতে হবে : দুদক চেয়ারম্যান
লক্ষ্মীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল
গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণায় গণতন্ত্র শক্তিশালীকরণ বিষয়ক সভা 
আর্জেন্টিনার নির্বাচনে জয়ের পর আরও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন মাইলি
১০