আজ ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি’র জুলাই পদযাত্রা

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৪:১০
ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে এনসিপির মভামঞ্চ প্রস্তুত করা হয়েছে। ছবি: বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২৪ জুলাই , ২০২৫ (বাসস): সারা দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ জেলায় অনুষ্ঠিত হবে জুলাই পদযাত্রা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাকে সফল করতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নাগরিক পার্টির নেতারা।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহ্দী বলেন, আজ ২৪ জুলাইয়ের পদযাত্রায় অংশ নিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় পদযাত্রা শেষ করে গতকাল বুধবার রাত ১০টার পর ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করেন।

পদযাত্রায় অংশ নিতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

আজ সকাল ১০টায় এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বেলা ১১টায় শহরের কাউতলি এলাকায় জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবে কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি শহরের টি.এ রোড, মসজিদ রোড, সড়ক বাজার, পুরাতন সিনেমা হল, কুমারশীল মোড়, রামকানাই মোড়, লোকনাথ উদ্যান (টেংকের পাড়) হয়ে সদর হাসপাতাল রোড দিয়ে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে প্রবেশ করবে। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে পিতার ফেলে যাওয়া সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
মুন্সীগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
বিএনপির মধ্যে স্বৈরাচারী, সন্ত্রাসী ও কর্তৃত্ববাদ মনোভাব নেই: এ্যানি
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন
ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
নড়াইলে মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও সেমিনার 
পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ঐতিহ্যবাহী উরুন-গাইনের চাহিদা কমলেও টিকে আছে
১০