রাজধানীতে ১২৩টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ৫ 

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৯:১৮

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর ডেমরা থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোনসহ চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. নাছির সরকার (৩৮), মো. ইকবাল হোসেন (৫০), আব্দুল রাড়ী (৩৭),  মো. আব্দুল কাদের (৫০) ও মো. মনির হোসেন (৩২)।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানান।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-ওয়ারী জানতে পারে, গতকাল চোরাই মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি সুন্না টেংরা ও নগর ভবনের সামনে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চক্রটির আরও ৪-৫ জন সদস্য কৌশলে পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটা সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারি চক্রের সদস্য বলে স্বীকার করে। দেশের বিভিন্ন স্থান থেকে ছিনতাই কিংবা চুরি হওয়া মোবাইল ফোন সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করতো তারা। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো বিক্রির জন্যই তারা ঘটনাস্থলে অবস্থান করছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। পাশাপাশি পলাতক অন্যান্য সদস্যদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় হাসপাতাল মালিকের জরিমানা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সুনামগঞ্জে গ্রাফিতি প্রদর্শনী
মাদারীপুরে শিক্ষার্থীদের উপর বোমা হামলা ও গুলি বর্ষণ করে পুলিশ ও ছাত্রলীগ
ঝিনাইদহে চোরাই মোবাইল ও টাকা উদ্ধার
কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের আগানগরে উন্মুক্ত ওয়ার্ড সভায় শুনানি অনুষ্ঠিত
নাটোরে শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা
মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তাদের পদবী পরিবর্তনের উদ্যোগ
অতিরিক্ত ভাড়া আদায় : বগা ফেরিঘাটের ইজারা বাতিল করলো সওজ
সিলেট সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
পঞ্চগড় সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ
১০