স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে চরমোনাইর পীরের ঐক্যের আহ্বান

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২০:৪২
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ফাইল ছবি

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপে আইনি ও নীতিগত সংস্কারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের এক চির অম্লান স্মৃতি। দেড় যুগের নৃশংস ফ্যাসিবাদের অবসান হয়েছিল এই দিনে। রক্তে রঞ্জিত এ দিন আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করে যে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশ থেকে স্বৈরতন্ত্র চিরতরে বিলোপ করতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট ও জুলাইয়ের স্মৃতি জনতার ঐক্য ও সংহতির সুফল দেখিয়েছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে জুলাইয়ের মতো ঐক্য ও সংহতির নজির পুনঃস্থাপন জরুরি। মনে রাখতে হবে, কেবল ক্ষমতার পালাবদলের জন্য নয়, স্বৈরতন্ত্র নির্মূলের জন্যই মানুষ রক্ত দিয়েছিল।

পীর সাহেব চরমোনাই জুলাই-২৪ এ শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করেন। যারা যে অবস্থান থেকে আন্দোলনে অংশ নিয়েছেন, সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের রক্ত ও আত্মত্যাগের সার্থকতা নিশ্চিত করতে অবিচলভাবে কাজ করে যাবে এবং স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপে সংগ্রাম চালিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন
বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে : তারেক রহমান
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: অর্থ উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের এক বছরে রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা সত্ত্বেও অর্জনের পথ কণ্টকাকীর্ণ : টিআইবি
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের ৩০ কোটি টাকা আত্মসাতের মামলা
আমার শহরে জুলাই অভ্যুত্থান / শেরপুরে ৪ আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হন তিন শিক্ষার্থী 
ঢাকায় বিএনপির বিজয় র‌্যালি ৬ আগস্ট
বিমানবাহিনীর অভ্যন্তরে ‘র’ নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনটি বিভ্রান্তিকর 
পরিচয় শনাক্তে জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ
গণতন্ত্র উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল
১০