ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নাদিমুল হক এলেম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সরোয়ার হোসেন স্বপনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল বুধবার রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর বাবুবাজার এলাকার আলিফ লাম মিম কমপ্লেক্সের একটি ভাড়া বাসা থেকে স্বপনকে গ্রেফতার করা হয়।
তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজ মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।
ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এছাড়া একই ঘটনায় আন্দোলনের সমন্বয়ক মো. শামসুল আলম আরেফিন আরও একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।