বেরোবি’র সাবেক উপাচার্য নূর উন নবী ও কলিমউল্লাহসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৭:৪৭

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবী (৭২), প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহসহ (৬৪) পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

অপর তিনজন হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম (৫৩), ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু (৬৬) ও এম এম হাবিবুর রহমান (৬৮)।

আজ বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ  তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেন। 

তারা মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকা মূল্যের বেশি চুক্তি করেন। ঠিকাদারের রানিং বিল থেকে কেটে নেওয়া নিরাপত্তা জামানতকে এফডিআর হিসেবে ব্যাংকে জমা রাখা এবং সিইউ এফডিআর ঠিকাদারকে লোন দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন তথা গ্যারান্টার হয়ে বিশ্ববিদ্যালয় সরকারের চার কোটি টাকা আত্মসাৎ করেছে। ঠিকাদারের সঙ্গে চুক্তিতে অগ্রিম অর্থ দেওয়ার কোনও আইন না থাকা সত্ত্বেও অগ্রিম বিল দেন এবং অগ্রিম দেওয়া বিল সমন্বয়ের আগেই বিলের বিপরীতে প্রদত্ত ব্যাংক গ্যারান্টিগুলো অবমুক্ত করা হয়। 

প্রথম পরামর্শক প্রতিষ্ঠানের দেওয়া ড্রইং বা ডিজাইন না মেনে সরকারি খাতে ক্রয় পদ্ধতির বিধি বহির্ভূতভাবে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়। অস্বাভাবিক হারে মূল্য দাখিল বা ফ্রন্ট লোডিং থাকা সত্ত্বেও পিপিআর ২০০৮ এর বিধান অনুযায়ী দরপত্র মূল্যায়ন না করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে গত ১৮ জুলাই মামলা দায়ের করা হয়েছে। বিধায়  তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ড্রামা সিরিজের ফুটেজ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত
গাংনী উপজেলায় বিএনপির গণসংযোগ ও পথসভা
জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর আজ থেকে
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
১০