রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখবেন  তারেক রহমান  

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২১:১১ আপডেট: : ০৭ আগস্ট ২০২৫, ২১:১৭
১০ আগস্ট অনুষ্ঠেয় রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখবেন  তারেক রহমান । ছবি : বাসস 

রাজশাহী, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামী ১০ আগস্ট অনুষ্ঠেয় রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে (ভার্চুয়ালি) প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

রাজশাহী জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন আজ এ তথ্য জানানো হয়েছে। 

দ্বিবার্ষিক সম্মেলনের লক্ষ্যে গঠিত মিডিয়া সেল উপ-কমটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিএনপির এই সম্মেলন উৎসবমুখর ও মিলন মেলায় পরিণত হবে। রাজশাহী মহানগরীর সাংগঠনিক ৭ টি থানা ও ৩৫টি ওয়ার্ডের সকল কাউন্সিলর ও ডেলিগেটসহ সকল নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

তিনি বলেন, বিগত দিনের সব ভেদাভেদ ভুলে বিএনপি এখন এক কাতারে। এই সম্মেলনে সাবেক বর্তমান সবাই উপস্থিত থাকবেন। ২০০৯ সালের পরে এই সম্মেলন হতে যাচ্ছে। তিনি বলেন, পতিত সরকার ১৭ বছর বিএনপিকে নির্যাতন করেছে। লাখ লাখ নেতাকর্মীদেরকে জেলে রেখেছে। 

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরের প্রতিভাবান ‘ক্ষুদে মেসি’ সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান 
চাঁদপুরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হাজার ৬২২
অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ
বারি উদ্ভাবিত নতুন জাতে ২৫% পতিত জমি চাষে সহায়ক হবে : বলছেন বিশেষজ্ঞরা
অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
বিতর্কিত কীটনাশক বিল নিয়ে রায়ের অপেক্ষায় ফ্রান্স
‘রুশ বিরোধী প্রচারণার’ অভিযোগে ইতালীয় কূটনীতিককে তলব
এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে: ইসি
নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ৩ জন আটক
১০