দেশে ব্যথাজনিত সমস্যায় ভুগছেন ৪ কোটি মানুষ

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২১:৩৯ আপডেট: : ০৯ আগস্ট ২০২৫, ২১:৪৪
ছবি : বাসস

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বিশ্বে প্রতি ৫ জনে একজন মানুষ ব্যথার কষ্টে ভুগছেন। এদের কেউ গিরা, পেশী কিংবা হাড়ের ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত। একইসঙ্গে বিশ্বে প্রতিবছর ৩ কোটিরও বেশি মানুষ নতুন করে ব্যথার সমস্যায় আক্রান্ত হচ্ছেন। 

গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ-এর গবেষণা থেকে এমন তথ্য জানা গেছে। 

আজ শনিবার রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে বাত-ব্যথা রোগীদের সচেতনতামূলক অনুষ্ঠানে বাত-ব্যথা সংক্রান্ত এমন তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। 

বাত-ব্যথা রোগীদের জন্য কাজ করা সংগঠন ‘প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্ট নবমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করে। 

অন্যদিকে দেশের মানুষের ওপর ‘কমিউনিটি ওরিয়েন্টেড প্রোগ্রাম ফর কন্ট্রোল অব রিউমেটিক ডিসিজ’ (কপকর্ড) এর চালানো গবেষণার তথ্য মতে, দেশে প্রায় ৩ ভাগের ১ ভাগ অর্থাৎ প্রায় ৪ কোটি প্রাপ্ত বয়স্ক মানুষ গিরা, পেশী কিংবা হাড়ের সমস্যায় ভুগছেন। দিনে দিনে ব্যথার কষ্টে ভোগা মানুষের সংখ্যা বাড়ছে।

বাত-ব্যথা সংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএনআরএফআর ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নীরা ফেরদৌস।

অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, দেশে দিনে দিনে বাতব্যথাজনিত রোগী বাড়লেও সেই তুলনায় বাতরোগ বিশেষজ্ঞ দক্ষ চিকিৎসক নেই। 

তথ্য অনুযায়ী, দেশে রিউমাটয়েড আর্থাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ১৭ লাখের মতো। বিশ্বে প্রতি বৎসর এই রোগে প্রতি লাখে প্রায় ৪০ জন নারী ও ২০ জন পুরুষ আক্রান্ত হচ্ছে।  সে হিসেবে দেশে প্রতি বৎসর  রিউমাটয়েড আর্থাইটিসে প্রায়  সাড়ে ৬ হাজার নতুন রোগী বাড়ছে। 

গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্বে মানসিক রোগীর পর শারীরিক অক্ষমতা নিয়ে যারা বেঁচে থাকে তাদের মধ্যে বাতরোগের অবস্থান দ্বিতীয়।  

অন্যদিকে মূল প্রবন্ধের তথ্য অনুযায়ী, স্পন্ডাইলো আর্থাইটিস এর প্রাদুর্ভাবও দেশে কম নয়। এই রোগে সাড়ে ১২ লাখের মতো মানুষ ভুগছে। সোরিয়েটিক আর্থাইটিসের সমস্যাও উদ্বেগজনক। প্রতিবছর এই সমস্যার রোগী বাড়ছে। এছাড়া গাউট রোগের প্রাদুর্ভাবও কম নয়। দেশে প্রায় সাড়ে ৫ লাখ মানুষ গাউট রোগে ভুগছেন। আর হাইপার ইউরেসেমিয়াতে (ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া) ভুগছেন প্রায় দেড় কোটি মানুষ।

এদিকে বয়সজনিত বাতের রোগ হাঁটুর অস্টিওআর্থাইটিসে ভুগছেন দেশের প্রায় সোয়া কোটি মানুষ। গবেষণার পরিসংখ্যান অনুযায়ী দেশে এই রোগে আক্রান্ত প্রায় সোয়া ১ কোটি মানুষ। আর নতুন করে প্রতি বছরে আক্রান্ত হচ্ছে কমপক্ষে ১৩ লাখ মানুষ। 

অন্যদিকে কোমর বাতব্যথা (লাম্বার স্পনডাইলোসিস) দেশে বয়সজনিত কোমরের বাত এর প্রাদুর্ভাব ১০ভাগ। অর্থাৎ ১ কোটি ৬ লাখ মানুষ এই সমস্যায় ভুগছেন। নতুন করে প্রতিবছর আক্রান্ত হচ্ছে ৩ লাখের মতো রোগী।

হাড়ক্ষয় রোগের ভয়াবহতা নিয়ে এ বৈজ্ঞানিক সেমিনারে জানানো হয়, বিশ্বে প্রতি ৩ সেকেন্ডে হাড়ক্ষয়জনিত রোগে একটি হাড় ভেঙ্গে যাচ্ছে।  এই রোগে আক্রান্ত ৫০ বছরের বেশি প্রতি ৩ জন নারীর ১ জন এবং প্রতি ৫ জন পুরুষের ১ জনের এ রোগে হাড় ভেঙ্গে যাচ্ছে। প্রতি বছর  হাড় ভাঙার প্রকোপ প্রায় ৯০ লাখ। এই রোগের কারণে মৃত্যু ঝুঁকি প্রায় ৮ গুন বেড়ে যায়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএনআরএফআর চেয়ারম্যান, এশিয়া প্যাসিফিক লীগ অব অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজি ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে মেডিসিন,ডায়াবেটিস, থাইরয়েড রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাসিম আক্তার চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য মো. মুনির হোসেন, মেজর জেনারেল কাজী ইফতেখার-উল-আলম, রোটারি ক্লাব ঢাকার সাবেক প্রেসিডেন্ট শেখ নাহার মাহমুদ, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম, পিএনআরএফআর সেক্রেটারি জেনারেল ড. পিযুষ কান্তি বিশ্বাস বক্তব্য রাখেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
নুরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি
কাকরাইলে সেনাবাহিনীর ৫ সদস্য আহত: আইএসপিআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে কার্গো বোটসহ ৭ পাচারকারী আটক
ভিপি নূরের ওপর হামলার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
উত্তরায় জিয়ার আদর্শ ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় জামায়াত নেতাসহ নিহত ২
অভিযান চালিয়ে ৫শ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবনে মুক্তিপণের টাকা পরিশোধ করে লোকালয়ে ফিরেছে অপহৃত ৭ জেলে
ছাত্রশিবিরের আয়োজনে ১৩তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত
১০