বরিশাল বিভাগে ২১ আসনে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২২:০১

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বরিশাল বিভাগের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। 

আজ শনিবার বরিশাল প্রেস ক্লাবে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে এক মতবিনিময় সভায়  প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক সিরাজুল হক। বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন মুহাম্মদ মুনতাসির আলী।

প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক এ. কে. এম মাহবুব আলম, অধ্যাপক আহমদ আসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল জেলার ৬টি আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীরা হলেন- বরিশাল-১ আসনে অধ্যাপক মো. সাইদুর রহমান শাহীন, বরিশাল-২ আসনে মো. মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল-৩ আসনে অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন, বরিশাল-৪ আসনে অধ্যাপক রুহুল আমিন কামাল, বরিশাল-৫ আসনে অধ্যাপক এ. কে. এম মাহবুব আলম, বরিশাল-৬ আসনে অধ্যাপক মো. মোশাররেফ হোসেন খান। 

বরগুনা জেলার ২টি আসনে প্রার্থীরা হলেন-বরগুনা-১ আসনে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন ও বরগুনা-২ আসনে অধ্যাপক মো. রফিকুল ইসলাম। 

পটুয়াখালী জেলার ৪টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীরা হলেন-পটুয়াখালী-১ আসনে অধ্যাপক মাওলানা মো. সাইদুর রহমান, পটুয়াখালী-২ আসনে মাওলানা মো. আইয়ুব বিন মুসা, পটুয়াখালী-৩ আসনে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, পটুয়াখালী-৪ আসনে ডা. জহির আহম্মেদ। 

ঝালকাঠি জেলার ২টি আসনে প্রার্থীরা হলেন- ঝালকাঠি-১ আসনে মাওলানা মইনুল ইসলাম ও ঝালকাঠি-২ আসনে ডা. মো. সিদ্দিকুর রহমান। 

ভোলা জেলার ৪টি আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীরা হলেন- ভোলা-১ আসনে মাওলানা শামসুল আলম, ভোলা-২ আসনে অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দিন, ভোলা-৩ আসনে মাওলানা আবদুর রাজ্জাক ও ভোলা-৪ আসনে ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান। 

পিরোজপুর জেলার ৩টি আসনে প্রার্থীরা হলেন- পিরোজপুর-১ আসনে মাওলানা আবদুল গাফ্ফার, পিরোজপুর-২ আসনে হাফেজ মো. নূরুল হক এবং পিরোজপুর-৩ আসনে অধ্যাপক মোতালেব হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
১০