মোশতাক আহমদ
ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অর্থে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই প্রতিচ্ছবি। বিএনপি জনগণের মন জয় করে আগামী দিনে তার হাত ধরেই আবারো বাংলাদেশের নেতৃত্ব দেবে।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ দপ্তরে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেয়া একান্ত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি তার নিজ জেলা কুমিল্লা বিএনপির বর্তমান রাজনীতি নিয়েও বিস্তারিত তুলে ধরেন।
জাকারিয়া তাহের সুমন বলেন, আমরা ব্যবসায়ী পরিবার। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আমাদের পরিবার বিএনপিতে আসে। সেই ধারাবাহিকতায় আমিও আমার মরহুম পিতার মতো বিএনপির জন্য মাঠে শ্রম দিচ্ছি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের আদর্শ ও মনোবল। তিনি শুধু বিএনপি নয়, এ দেশের আপামর জনগণের কাছে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য এক আদর্শ সন্তান হিসেবে জনবান্ধব রাজনীতি উপহার দিয়ে চলেছেন। তারেক রহমানের নির্দেশে এবং আন্তরিক সহযোগিতায় কুমিল্লা দক্ষিণ জেলার ১ হাজার ১৭টি ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন করা সম্ভব হয়েছে।
বরুড়া উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফর নিয়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক কয়েকদিন আগে তারেক রহমান একদিনে বরুড়ার ১২টি ইউনিয়নে মিটিং করেছিলেন। তখন দেখেছি এ দেশের মানুষ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে কতটা ভালোবাসে। তারা তারেক রহমানের কথা মুগ্ধের মতো শুনেছে। সে বছর বিএনপি সারাদেশের মতো কুমিল্লাতেও বিজয় নিয়ে ঘরে ফিরেছিল।
এবারও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের মন জয় করে সারাদেশে ভোটের বিজয় ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন, কুমিল্লা-৭ (বর্তমান কুমিল্লা-৮ বরুড়া) এর সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
জাকারিয়া তাহের সুমন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লা-৮ (বরুড়া) সাবেক সংসদ সদস্য, শিল্পপতি ও ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মরহুম এ কে এম আবু তাহেরের বড় ছেলে। পিতা একেএম আবু তাহেরের হাত ধরে জাকারিয়া তাহের সুমন ব্যবসা, সমাজসেবা, রাজনীতিতে সক্রিয় হন। তখন থেকেই বিএনপির রাজনীতির সাথে তার পথচলা। যেটা এখনো শক্ত করে ধরে রেখেছেন তিনি।
সুমন বলেন, আমার মরহুম পিতা আবু তাহের মানুষের সেবায় সারাজীবন আত্মনিয়োগ করে গেছেন। তার কাছ থেকেই শিখেছি বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের একমাত্র প্রবক্তা হলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারই সত্যিকারের প্রতিচ্ছবি। আগামী দিনে আমরা তার নেতৃত্বেই এগিয়ে যাব, যেমনটা এখনও যাচ্ছি। তিনি সুনিপুণভাবে বিএনপির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
জাকারিয়া তাহের সুমন বলেন, আমাদের পরিবারের এতসব ব্যস্ততার মাঝেও আমরা জনগণের জন্য রাজনীতি করি। যেটা আমাদেরকে শিখিয়েছেন জননেতা তারেক রহমান। তিনি শিখিয়েছেন, কীভাবে দেশের মানুষের মন জয় করে রাজনীতিতে এগিয়ে যেতে হয়। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আগামীতে বেগম খালেদা জিয়া জনগণের কাছে দেশের একজন আদর্শ ও আপোষহীন রাজনীতিবিদ হিসেবে বেঁচে থাকবেন এ প্রত্যাশা সুমনের।
জাকারিয়া তাহের সুমন আরো বলেন, বিএনপির রাজনীতি করার কারণে গত ১৬ বছর সারাদেশের মতো তার এলাকা কুমিল্লার নেতা-কর্মীদেরকেও শত শত মামলা দিয়ে ঘরে থাকতে দেয়া হয়নি। ব্যবসা-বাণিজ্য থেকে দুরে রাখা হয়েছিল। যার প্রায়শ্চিত্ত আগের সরকার পেয়েছে। তাই বলি জনগণকে কষ্ট দিয়ে কখনোই রাষ্ট্র পরিচালনা করা যায় না।
তিনি বলেন, এদেশের মানুষ গত ১৬ বছর ধরে ভোট দিতে পারছে না। পতিত স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপির অন্যতম লক্ষ্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা।
বর্তমান অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলেও তিনি আশা ব্যক্ত করে বলেন, সঠিক সময়েই আশা করি নির্বাচন হবে এবং এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিরই বিজয় হবে ইনশাআল্লাহ।