পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ করা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৫:৩৩
ছবি: বাসস

রাঙ্গামাটি, ১২ আগস্ট ২০২৫ (বাসস) : পানির স্তর স্বাভাবিক থাকায় সাত দিন পর বন্ধ করা হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট। 

আজ মঙ্গলবার সকাল আটটায় বাঁধের সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয় বলে বাসসকে নিশ্চিত করেছেন, কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি বলেন, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার নিচে নেমে আসায় মঙ্গলবার সকাল ৮টায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সব কটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৭.৫৫ এমএসএল।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়। এবার বাঁধের ১৬ টি গেইট দিয়ে সর্বোচ্চ সাড়ে তিন ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়। এ বছর হ্রদের সর্বোচ্চ পানি রেকর্ড করা হয় ১০৮.৮৪। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। 

এদিকে কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে বর্তমানে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএসসিতে যুক্ত হচ্ছে ‘এমবি বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’
ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতারের তৃতীয় দিনে আরও তিনটি রেকর্ড
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ আরও কঠিন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে: আইসিসিবি 
তৃণমূল খেলোয়াড়দের উৎসাহ দিতে জিয়া ফুটবল টুর্নামেন্ট: শামীম
জমকালো আয়োজনে পর্দা উঠলো কাভা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপের
মাংস আমদানি করে দেশের ক্ষতি চাই না : মৎস্য উপদেষ্টা
পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটেনের রাজা
আসন্ন ফাজিল পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ইআবি  
ফ্রান্সের ল্যুভর জাদুঘরে নিরাপত্তা জোরদারের নির্দেশ মাখোঁর
সুনামগঞ্জে ‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির সভা 
১০