পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ করা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৫:৩৩
ছবি: বাসস

রাঙ্গামাটি, ১২ আগস্ট ২০২৫ (বাসস) : পানির স্তর স্বাভাবিক থাকায় সাত দিন পর বন্ধ করা হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট। 

আজ মঙ্গলবার সকাল আটটায় বাঁধের সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয় বলে বাসসকে নিশ্চিত করেছেন, কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি বলেন, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার নিচে নেমে আসায় মঙ্গলবার সকাল ৮টায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সব কটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৭.৫৫ এমএসএল।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়। এবার বাঁধের ১৬ টি গেইট দিয়ে সর্বোচ্চ সাড়ে তিন ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়। এ বছর হ্রদের সর্বোচ্চ পানি রেকর্ড করা হয় ১০৮.৮৪। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। 

এদিকে কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে বর্তমানে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রেভিসের রেকর্ড ইনিংসে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
বান্দরবানে নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের সহায়তা প্রদান 
প্রধান বিচারপতির সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ার মাধ্যমে বেকারত্ব হ্রাস করতে হবে : চসিক মেয়র 
প্রবাসীদের রেমিটেন্সে অর্থনীতি মজবুত অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে : প্রধান উপদেষ্টা
ডারউইনে প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ ‘এ’ দল
লা লিগা শুরুর আগে পাঁচটি আলোচিত বিষয়
শব্দ, বায়ু ও পলিথিন দূষণের বিরুদ্ধে দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান
সচিবালয়ের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত নির্দেশনা
পিরোজপুরে মাল্টা সংগ্রহ ও বিপণন বিষয়ে মতবিনিময় সভা  
১০