কোকো’র জন্মদিন উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’র শ্রদ্ধা

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:০২
ছবি : বাসস

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মদিন উপলক্ষে তার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল। বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি মো. মনোয়ার হোসেন, গুলশান থানা বিএনপি নেতা ফরিদ হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, বিএনপি নেতা সাইয়াম সিকান্দার খান পাপ্পু, বনানী থানা যুবদল নেতা মইনুল ইসলাম রনি, বনানী ১৯ নং যুবদলের সাবেক সদস্য লিটন ফকির, ২০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ফয়সাল হায়দার, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, কৃষিবিদ মেজবাউল আলম, মোরসালিন অনিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০