মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময়

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:১২
ছবি: ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেইজ

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজনীতি, নির্বাচন, সংস্কার, নাগরিক অধিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মার্কিন প্রতিনিধি দলের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করে তা সহনীয় করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় দলের পক্ষ থেকে আগামীর বাংলাদেশ নির্মাণে ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তাধারা ও তার যৌক্তিকতা তুলে ধরেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে সংস্কার কমিশন সংক্রান্ত বিষয়ে দলের নীতিগত অবস্থানও বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

মার্কিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ ও পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইকবাল মাহমুদ।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য খায়রুল আহসান মারজান এবং মুহাম্মাদ রাজন শিকদার।

মতবিনিময় সভায় উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক বোঝাপড়া, রাজনৈতিক সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০