চট্টগ্রামে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পুলিশকে কুপিয়ে জখম

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:১৫
চট্টগ্রাম বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা। ছবি: বাসস

চট্টগ্রাম, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীতে মধ্যরাতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে সন্ত্রাসীরা। আহত এসআই আবু সাঈদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর বন্দর থানার ঈশানমিস্ত্রি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।’

তিনি আরো বলেন, ‘গভীর রাতে আওয়ামী লীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। যেহেতু, দলটির কার্যক্রম নিষিদ্ধ আছে, খবর পেয়ে বন্দর থানা পুলিশ সেখানে যায়। কয়েকটি দলে ভাগ হয়ে পুলিশ সদস্যরা সেখানে অভিযান করছিল। এসময় একজন পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।’

আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী এলাকাজুড়ে যৌথ অভিযান শুরু করে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ পর্যন্ত ২১ জনকে আটকের তথ্য দিয়েছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০