দক্ষিণ এশিয়ায় টেকসই পরিবার ভিত্তিক পশুপালন জোরদারে সার্ক আঞ্চলিক কর্মশালা শুরু

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৮:৫৫
ছবি: ঢাকাস্থ সার্ক কৃষি কেন্দ্র

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : নেপালের কাঠমান্ডুতে জাতিসংঘ ঘোষিত পরিবারভিত্তিক কৃষি দশক ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ‘টেকসই পারিবারিক পশুপালন’ শীর্ষক তিন দিনব্যাপী সার্ক আঞ্চলিক কর্মশালা শুরু হয়েছে। 

গতকাল সোমবার এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সার্ক কৃষি কেন্দ্র, নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়, ফিলিপাইনের এশিয়ান ফার্মার্স অ্যাসোসিয়েশন এবং নেপালের হেইফার ইন্টারন্যাশনালের  যৌথ আয়োজনে এই কর্মশালায় দক্ষিণ এশিয়ায় পারিবারিক ও চরাঞ্চলভিত্তিক পশুপালনকে শক্তিশালী করতে কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্মশালায় সার্কভুক্ত ছয়টি দেশ- বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এছাড়া মঙ্গোলিয়া, তাজিকিস্তান, কিরগিজস্তান ও ভারতের কৃষক সংগঠনের প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক বক্তা, প্রাণিসম্পদ বিজ্ঞানী, পেশাজীবী ও একাডেমিকরাও উপস্থিত রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব (কৃষি উন্নয়ন) ড. গোবিন্দ প্রসাদ শর্মা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমাদ তরফদার এবং নেপালের প্রাণিসম্পদ বিভাগের মহাপরিচালক ড. রাম নন্দন তিওয়ারি বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকাস্থ সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনুস আলীর সমন্বয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রায় ৬৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। আগামী তিন দিনের আলোচনার শেষে টেকসই পারিবারিক পশুপালন ত্বরান্বিত করতে নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গত এক বছরে দেশের অর্থনৈতিক পারফরম্যান্স সন্তোষজনক : সালেহউদ্দিন
জবির মার্কেটিং বিভাগে আত্ম-উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২
১০