র‌্যাবের অভিযানে ৯ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২০:৫৬

ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার র‌্যাব-১১, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন এই অভিযানে অংশ নেয়। ৪টি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে মোট ৭ টন পলিথিন এবং ৭৮ বস্তা পিপি দানা জব্দ করা হয়। কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহে র‌্যাবের অভিযানে আনুমানিক ২ টন পলিথিন জব্দ করা হয়। এছাড়াও, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, র‌্যাব-১০ এবং ডিএমপি এই অভিযানে অংশ নেয়। ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগের বিভিন্ন স্থানে তল্লাশি করা হয়। চকবাজার এলাকার কামালবাগ থেকে প্রায় ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একটি ভ্যান থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়।

অপরদিকে, বরিশালে ‘পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ’ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ প্রধান অতিথি ছিলেন।

তিনি বলেন, ‘পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি পলিথিন রোধে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০