খুলনা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : খুলনা নগরীতে গত বছরের গণ-অভ্যুত্থান পরবর্তী সময় দায়ের হওয়া ছয়টি মামলার তদন্ত এক বছর পেরোলেও শেষ হয়নি। গত বছরের ১৪ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দায়ের হওয়া মামলাগুলোতে এজাহারভুক্ত আসামি ৪৩৭ জন ও অজ্ঞাতনামা ৮৪৫ জন।
পুলিশ এ পর্যন্ত ১৩১ জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে ৫৮ জন এজাহারভুক্ত। খুলনা মেট্রোপলিটন পলিশের (কেএমপি) এসি (মিডিয়া) খোন্দকার হোসেন আহম্মদ জানান, তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।
এছাড়া ছাত্র-জনতার বিরুদ্ধে দায়ের হওয়া আরও ৯টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর আদালত তা গ্রহণ করেছে। এসব মামলার মধ্যে রয়েছে গত বছরের ৪ আগস্ট খালিশপুর থানা বিএনপি কার্যালয়, দৌলতপুর থানা বিএনপি অফিস, নগর বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের বাসভবন, মহানগর বিএনপি কার্যালয়, ছাত্রনেতা রাফসানের ওপর হামলা এবং আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাংচুরের ঘটনা।
পুলিশি তথ্যমতে, এসব মামলায় পর্যায়ক্রমে কয়েক ডজন আসামি গ্রেফতার হলেও অধিকাংশই জামিনে মুক্ত বা পলাতক। অনেক ক্ষেত্রে তদন্তকারীরা সুনির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি। মামলার বাদী ও বিএনপি নেতারা অভিযোগ করেছেন, মামলার প্রাথমিক পর্যায়ে পুলিশের তৎপরতা থাকলেও এখন তা শিথিল হয়ে পড়েছে এবং আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এডভোকেট নুরুল হাসান রুবা বলেন, এক বছর পেরিয়ে গেলেও কোনো মামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি—এটি হতাশাজনক। পুলিশের পক্ষ থেকে এসব মামলার গুরুত্ব সহকারে তদন্ত না হলে অপরাধীরা উৎসাহিত হবে বলে তিনি উল্লেখ করেন।