ইউএস ওপেনের সিঙ্গেলসে ওয়াইল্ড কার্ড পেলেন ভেনাস

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:০৪

ঢাকা, ১৪ আগস্ট ২০২৫ (বাসস) : দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস আসন্ন ইউএস ওপেনের নারী সিঙ্গেলসে অংশগ্রহণের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন। 

৪৫ বছর বয়সী এই মার্কিন তারকা সম্প্রতি গুরুতর স্বাস্থ্যগত সমস্যার কারণে ১৬ মাস কোর্টের বাইরে থাকার পর ফিরে এসেছেন। বুধবার টুর্নামেন্ট আয়োজকদের দ্বারা মনোনীত আটজন নারী ওয়াইল্ড কার্ড প্রাপকের মধ্যে ভেনাস একজন।

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভেনাস উইলিয়ামস এর মাধ্যমে সবচেয়ে বেশী বয়সী ওয়াইল্ড কার্ড প্রাপ্ত খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনে খেলতে আসছেন। এর আগে ১৯৮১ সালে ৪৭ বছর বয়সী রেনে রিচার্ডস সবচেয়ে বেশী বয়সে ইউএস ওপেনে খেলেছিলেন। 

গত বছর জরায়ুর টিউমার অপসারনের কারনে মৌসুমের প্রায় পুরোটা সময় কোর্টের বাইরে ছিলেন ভেনাস। 

গত মাসে কোর্টে ফিরে এসে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ ম্যাচে জয়ী হন। ডিসি ওপেনের প্রথম রাউন্ডে পিটন স্টির্নসকে পরাজিত করেন। 

২০০০ সালের সিডনি অলিম্পিকের সিঙ্গেলসে স্বর্ণ জয়ী ভেনাস ক্যারিয়ারে পাঁচটি উইম্বলডন শিরোপাসহ ২০০০ ও ২০০১ সালের দুটি ইউএস ওপেন শিরোপা জয় করেছেন।

১৯৯৭ সালে টিনএজার হিসেবে খেলতে নেমে অভিষেকে নিউ ইয়র্কে মার্টিনা হিঙ্গিসের কাছে ফাইনালে পরাজিত হয়েছিলেন। ২০০২ সালে ছোট বোন সেরেনার কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হন। সর্বশেষ ২০১৬ সালে তাইওয়ান ওপেন জয়ের মাধ্যমে ৪৯তম ডব্লিউটিএ শিরোপা জয় করেছেন। 

আগামী ২৪ আগস্ট থেকে ইউএস ওপেনের প্রতিযোগিতা মাঠে গড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০