রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে আটকদের বিরুদ্ধে মামলা

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৫:১৫
রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ তিনজনকে আটক। ছবি: সংগৃহীত

রাজশাহী, ১৭ আগস্ট ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক তিনজনকে আদালতে নেওয়া হয়েছে। 

আজ রোববার দুপুরে তাদের বোয়ালিয়া মডেল থানা থেকে আদালতে নেওয়া হয়।  

এদিকে আটক মোস্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) এবং তার দুই সহযোগী মো. রবিন (২৮) ও মো. ফয়সালের (৩০) বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। শনিবার রাতে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন এসআই রেজাউল করিম। 

মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, নতুন এ মামলাতেই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

প্রসঙ্গত, শনিবার নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ রাজশাহী সিটির সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইসহ তিনজনকে আটক করে যৌথ বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০