রাজশাহী, ১৭ আগস্ট ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক তিনজনকে আদালতে নেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে তাদের বোয়ালিয়া মডেল থানা থেকে আদালতে নেওয়া হয়।
এদিকে আটক মোস্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) এবং তার দুই সহযোগী মো. রবিন (২৮) ও মো. ফয়সালের (৩০) বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। শনিবার রাতে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন এসআই রেজাউল করিম।
মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, নতুন এ মামলাতেই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।
প্রসঙ্গত, শনিবার নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ রাজশাহী সিটির সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইসহ তিনজনকে আটক করে যৌথ বাহিনী।