ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত বর্তমান কমিটি বাতিল ঘোষণা করে দ্রুত সময়ের মধ্যে নতুন করে নির্বাচন করার জন্য আদেশ দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ফজলুর রহমান বিষয়টি সাংবাদিকদের জানান।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদ এর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেন।
ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত বর্তমান কমিটি বাতিল ও নতুন করে নির্বাচনের আদেশ চেয়ে প্রেসক্লাব সদস্য ও জিয়া পরিষদ নেতা এম এ মোতালেব বাদী হয়ে গত ৮ জানুয়ারি হাইকোর্টে এক রিট পিটিশন দায়ের করেন।
ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে কেন ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত বর্তমান কমিটি বাতিল ও নতুন করে নির্বাচনের আদেশ দেওয়া হবে না- মর্মে গত ৯ মার্চ রুল জারি করে হাইকোর্ট।
রুলের চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল ওই আদেশ দেন হাইকোর্ট।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন এডভোকেট ফজলুর রহমান, এডভোকেট আব্দুল হাই ও এডভোকেট সীমা ইসলাম।
ময়মনসিংহ প্রেসক্লাবে কোন নির্বাচন ছাড়াই গত ৫ জানুয়ারি অনির্বাচিত বর্তমান কমিটি দায়িত্বভার গ্রহণ করে।