ঢাকা ও নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৬:১৬

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস চুরি রোধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গতকাল রোববার ঢাকা ও নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ দু’টি ওয়াশিং ফ্যাক্টরিসহ বিপুল সংখ্যক আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পরিচালিত অভিযানে বেগুনপট্টি ও দোলেশ্বর এলাকার দু’টি নামবিহীন ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া, একটি আবাসিক ভবনের ৬টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে বিভিন্ন ব্যাসের মোট ২৩০ ফুট পাইপ, ১টি বল ভালভ এবং ১টি আবাসিক রেগুলেটর জব্দ করা হয়।

অভিযানের ফলে মাসিক আনুমানিক ২৮ হাজার ৯৫৭ ঘনমিটার গ্যাস সাশ্রয় হবে। যার আর্থিক মূল্য প্রায় ৮ লাখ ৮৩ হাজার ১৮৯ টাকা।

অপরদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াইল-দুলালপুর এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে আনুমানিক ৫ হাজার ৫শ’টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পাশাপাশি একটি চুনা কারখানার ৩টি ভাট্টির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক দলগুলোর
সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি: ৫১৩ আবেদন নিষ্পত্তি করেছে ইসি
প্রতিরক্ষা তহবিল আত্মসাতের অভিযোগে রুশ কর্মকর্তা গ্রেফতার
পুলিশের ১২ ডিআইজি বদলি 
১০